বাংলালিংক সিমে ফ্রি ইন্টারনেট চালান (আনলিমিটেড)

আসসালামু-আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন । আমিও
ইনশাআল্লাহ ভালো আছি ।

আজ দেখাবো কিভাবে বাংলালিংক সিমে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে হয়। এটা হয়তো অনেকেই জানেন , তবে যারা জানেনা তাদের জন্য অবশ্যই দরকারি একটা পোস্ট। তো , কথা না বাড়িয়ে শুরু করি।

প্রথমে আপনার মোবাইলের সেটিংস (Settings) যান। তারপর More > Cellular Networks > Access Point Names > New APN

না বুঝলে নিচের স্ক্রিনশট ফলো করুন।

Next...
Then....
Next....
Then....
Last....
"TechBDMedia - blweb" সিলেক্ট করে দিন।

১ম স্টেপের কাজ শেষ , এবার নিচের লিংক থেকে Pshiphon Pro অ্যাপ ডাউনলোড করে নিন। কারন ফ্রি ইন্টারনেট চালানোর ক্ষেত্রে অ্যাপটি অবশ্যই লাগবে।


এবার Pshiphon Pro অ্যাপটি ইন্সটল করুন....
আমার ইনস্টল করা আছে , এখন ওপেন করলাম
এবার নিচের চিত্রের মতো Option এ ক্লিক করুন
নিচের ছবির মত মার্ক করা বক্স দুটিতে টিক দিয়ে দিন
এবার নিচের স্ক্রিনশটের মতো Home এ যান এবং Start ক্লিক করুন
তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন
Connect হয়ে গেলে নিচের ছবির মতো দেখতে পাবেন
এবার আপনি যেকোনো কিছু ব্রাউজিং ও ডাউনলোড করতে পারবেন।

এখন , আসি Prove এর ব্যাপারে।
নিচের স্ক্রিনশট গুলোতে দেখেন আমি ফ্রি নেটের দিয়ে YouTube দেখছি 😉


বিঃদ্রঃ - ফ্রি ইন্টারনেট এর আসলে কোন নিশ্চয়তা নেই। যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে।

Post a Comment

4 Comments